বাংলা একাডেমি বিজ্ঞানসাহিত্যে জনপ্রিয় লেখকদের সামগ্রিক অবদান চিহ্নিত করে তাঁদের সৃজনী প্রতিভার স্বীকৃতিস্বরূপ ২০০৫ সাল থেকে মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর প্রদত্ত অর্থে দ্বি-বার্ষিক এ পুরস্কারটি প্রদান করা হয়। পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুরস্কারপ্রাপ্ত লেখককে এক লক্ষ টাকার চেক, সম্মাননাপত্র ও স্মারক প্রদান করা হয়।
মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকদের তালিকা :
অধ্যাপক অজয় রায় ২০১৪
অধ্যাপক এ. এম. হারুন অর রশীদ ২০১২
অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহীম ২০০৭
প্রফেসর কাজী জাকের হোসেন ২০০৫