কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার – বাংলা একাডেমী

বাংলা একাডেমি শিশু সাহিত্যের জনপ্রিয় লেখকদের সামগ্রিক অবদান চিহ্নিত করে তাঁদের সৃজনী প্রতিভার স্বীকৃতিস্বরূপ ২০০৪ সাল থেকে কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর প্রদত্ত অর্থে দ্বি-বার্ষিক এ পুরস্কারটি প্রদান করা হয়। পুরস্কারের মূল্যমান ১,০০,০০০.০০(এক লক্ষ) টাকা। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুস্কারপ্রাপ্ত লেখককে অনুষ্ঠানিকভাবে পুরস্কারের চেক, সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা:

  1. জনাব মাহমুদুল্লাহ ২০১৩
  2. জনাব সুকুমার বড়ুয়া ২০১০
  3. জনাব ফয়েজ আহ্মদ ২০০৮
  4. জনাব আনোয়ারা সৈয়দ হক ২০০৬
  5. জনাব এখ্লাসউদ্দিন আহমদ ২০০৪