বাংলা একাডেমি ২০১০ সাল থেকে মযহারুল ইসলাম কবিতা পুরস্কার প্রদান করে আসছে। বাংলা সাহিত্যের খ্যাতিমান এবং প্রতিভাবান কবিদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের মূল্যমান ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুরস্কারপ্রাপ্ত কবিকে এক লক্ষ টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মযহারুল ইসলাম কবিতা পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা (২০১০-২০১৫) :
- আবুবকর সিদ্দিক ২০১৬
- কবি মোহাম্মদ রফিক ২০১৫
- কবি আসাদ চৌধুরী ২০১৪
- কবি বেলাল চৌধুরী ২০১৩
- কবি শহীদ কাদরী ২০১২
- কবি সৈয়দ শামসুল হক ২০১১
- কবি আবুল হোসেন ২০১০