বাংলা শব্দ

শব্দ হলো বাক্য গঠ‌নের মূল উপাদান যা এক বা একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে ।

শব্দ‌কে উৎপত্তি ,গঠন ও অর্থ অনুসা‌রে বি‌ভিন্ন ভাগে ভাগ করা হ‌য়ে থা‌কে।

ক. উৎপত্তিগত শ্রেণিবিভাগ –

বাংলা ভাষার শব্দকে উৎপত্তিগত দিক দিয়ে ৫ ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগগুলো হলো : তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দ।

১. তৎসম শব্দ
সংস্কৃত ভাষার যে-সব শব্দ পরিবর্তিত না হয়ে সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সে সব শব্দকেই বলা হয় তৎসমতৎসম শব্দ। উদাহরণ- চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য

২. অর্ধ-তৎসম শব্দ:
যে -সব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় অর্ধ-তৎসম। যেমন, জ্যোৎস্না˂ জ্যোছনা, শ্রাদ্ধ˂ ছেরাদ্দ, গৃহিণী˂ গিন্নী, বৈষ্ণব˂ বোষ্টম, কুৎসিত˂ কুচ্ছিত।

৩. তদ্ভব শব্দ
বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিলো, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। অবশ্য, তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে। যেমন- সংস্কৃত ‘হস্ত’ শব্দটি প্রাকৃততে ‘হত্থ’ হিসেবে ব্যবহৃত হতো। আর বাংলায় এসে সেটা আরো সহজ হতে গিয়ে হয়ে গেছে ‘হাত’। তেমনি, চর্মকার˂ চম্মআর˂ চামার,

৪.দেশি শব্দ
বাংলাদেশে বসবাসকারী স্থানীয়দের ভাষা থেকে যে সব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সে সব শব্দকে বলা হয় দেশি শব্দ। এদের মধ্যে আছে- কোল, মুণ্ডা, ভীম, ইত্যাদি। মেমন, কুড়ি (বিশ)- কোলভাষা, পেট (উদর)- তামিল ভাষা, চুলা (উনুন)- মুণ্ডারী ভাষা।

৫. বিদেশি শব্দ
বিভিন্ন সময়ে বাংলা ভাষাভাষী মানুষেরা অন্য ভাষাভাষীর মানুষের সংস্পর্শে এসে তাদের ভাষা থেকে যে সব শব্দ গ্রহণ করেছে, বাংলা ভাষার শব্দ ভান্ডারে অন্য ভাষার শব্দ গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। যে কোনো ভাষার সমৃদ্ধির জন্য বিদেশি শব্দের আত্মীকরণ খুবই গুরুত্বপূর্ণ। আর এদিক দিয়ে বাংলা ভাষা বেশ উদারও বটে।

আরবি শব্দ : আল্লাহ, ইসলাম, ঈমান, ওযু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল,
জান্নাত, জাহান্নাম, হওবা, হসবি, যাকাত, হজ, হাদিস, হারাম, হালাল আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায ৷

ফারসি শব্দ: খোদা, গুনাহ, দোযখ, নামায, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোযা
কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান,দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি, হাঙ্গামা ৷

ইংরেজি শব্দ: প্রায় অপরিবর্তিত উচ্চারণে- চেয়ার, টেবিল
পরিবর্তিত উচ্চারণে- আফিম (opium), ইস্কুল (school), বাক্স (box), হাসপাতাল (hospitai), বোতল (bottle)

পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ৷

ফরাসি শব্দ : কার্তুজ, কুপন , ডিপো, রেস্তোঁরা

ওলন্দাজ শব্দ : ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন (তাসের নাম) ৷

গুজরাটি শব্দ : খদ্দর, হরতাল ৷

পাঞ্জাবি শব্দ : চাহিদা, শিখ

তুর্কি শব্দ : চাকর, চাকু, তোপ, দারোগা ৷

চিনা শব্দ : চা, চিনি, লুচি

মায়ানমার/ বর্মি শব্দ : ফুঙ্গি, লুঙ্গি জাপানি শব্দ : রিক্সা, হারিকিরি ৷

মিশ্র শব্দ:
এছাড়াও আরেকটি বিশেষ ধরনের শব্দ আছে। দুইটি ভিন্ন ধরনের শব্দ সমাসবদ্ধ হয়ে বা অন্য কোনো উপায়ে একত্রিত হলে ঐ নতুন শব্দটিকে বলা হয় মিশ্র শব্দ। এক্ষেত্রে যে দুইটি শব্দ মিলিত হলো, তাদের শ্রেণীবিভাগ চিনতে পারাটা খুব জরুরি। যেমন- রাজা-বাদশা (তৎসম+ফারসি) হাট-বাজার (বাংলা+ফারসি) হেড-মৌলভী (ইংরেজি+ফারসি) হেড-পন্ডিত (ইংরেজি+তৎসম) খ্রিস্টাব্দ (ইংরেজি+তৎসম) ডাক্তারখানা (ইংরেজি+ফারসি) পকেট-মার (ইংরেজি+বাংলা)

খ. গঠন অনুসারে শ্রেণিবিভাগ

গঠন অনুসারে শব্দকে ২ ভাগে ভাগ করা হয়: ১. মৌলিক শব্দ ২. সাধিত শব্দ

১. মৌলিক শব্দ
যে -সব শব্দকে বিশ্লেষণ করলে আর কোন শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। অর্থাৎ, যে সব শব্দকে ভাঙলে আর কোন অর্থসঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমন- গোলাপ, নাক, লাল, তিন, ইত্যাদি। এই শব্দগুলোকে আর ভাঙা যায় না, বা বিশ্লেষণ করা যায় না। আর যদি ভেঙে নতুন শব্দ পাওয়াও যায়, তার সঙ্গে শব্দটির কোন অর্থসঙ্গতি থাকে না। যেমন, উদাহরণের গোলাপ শব্দটি ভাঙলে গোল শব্দটি পাওয়া যায়। কিন্তু গোলাপ শব্দটি গোল শব্দ থেকে গঠিত হয়নি। এই দুটি শব্দের মাঝে কোন অর্থসঙ্গতিও নেই। তেমনি নাক ভেঙে না বানানো গেলেও নাক না থেকে আসেনি। অর্থাৎ, এই শব্দগুলোই মৌলিক শব্দ। ‘গোলাপ’ শব্দটির সঙ্গে ‘ই’ প্রত্যয় যোগ করে আমরা ‘গোলাপী’ শব্দটি বানাতে পারি। তেমনি ‘নাক’-র সঙ্গে ‘ফুল’ শব্দটি যোগ করে আমরা ‘নাকফুল’ শব্দটি গঠন করতে পারি।

২. সাধিত শব্দ
যে সব শব্দকে বিশ্লেষণ করলে অর্থসঙ্গতিপূর্ণ ভিন্ন একটি শব্দ পাওয়া যায়, তাদেরকে সাধিত শব্দ বলে। মূলত, মৌলিক শব্দ থেকেই বিভিন্ন ব্যাকরণসিদ্ধ প্রক্রিয়ায় সাধিত শব্দ গঠিত হয়। মৌলিক শব্দ সমাসবদ্ধ হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয়। যেমন- • সমাসবদ্ধ হয়ে- চাঁদের মত মুখ = চাঁদমুখ • প্রত্যয় সাধিত- ডুব+উরি = ডুবুরি • উপসর্গযোগে- প্র+শাসন = প্রশাসন

গ. অর্থমূলক শ্রেণিবিভাগ

অর্থগত ভাবে শব্দসমূহকে ৪ ভাগে ভাগ করা যায়:

১. যৌগিক শব্দ
যে-সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে। অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে। যেমন- মূল শব্দ শব্দ গঠন (অর্থ) অর্থ গায়ক গৈ+অক যে গান করে কর্তব্য কৃ+তব্য যা করা উচিত বাবুয়ানা বাবু+আনা বাবুর ভাব মধুর মধু+র মধুর মত মিষ্টি গুণযুক্ত দৌহিত্র দুহিতা+ষ্ণ্য (দুহিতা= মেয়ে, ষ্ণ্য= পুত্র) কন্যার মত, নাতি চিকামারা চিকা+মারা দেওয়ালের লিখন

২. রূঢ় বা রূঢ়ি শব্দ
প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন- মূল শব্দ শব্দ গঠন ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক/ মূল অর্থ হস্তী হস্ত+ইন হাত আছে যার একটি বিশেষ প্রাণী, হাতি গবেষণা গো+এষণা গরম্ন খোঁজা ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা বাঁশি বাঁশ+ইন বাঁশ দিয়ে তৈরি বাঁশের তৈরি বিশেষ বাদ্যযন্ত্র তৈল তিল+ষ্ণ্য তিল থেকে তৈরি সেণহ পদার্থ উদ্ভিদ থেকে তৈরি যে কোন সেণহ পদার্থ প্রবীণ প্র+বীণা প্রকৃষ্টরূপে বীণা বাজায় যিনি অভিজ্ঞ বয়স্ক ব্যক্তি সন্দেশ সম+দেশ সংবাদ মিষ্টান্ন বিশেষ

৩. যোগরূঢ় শব্দ
সমাস নিষ্পন্ন যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে যোগরূঢ় শব্দ বলে। যেমন- মূল শব্দ শব্দ গঠন ব্যবহারিক অর্থ পঙ্কজ পঙ্কে জন্মে যা পদ্মফুল রাজপুত রাজার পুত্র একটি জাতি বিশেষ, ভারতের একটি জাতি মহাযাত্রা মহাসমারোহে যাত্রা মৃত্যু জলধি জল ধারণ করে যা/ এমন সাগর

৪. নবসৃষ্ট বা পরিশব্দ বা পারিভাষিক শব্দ
বিভিন্ন বিদেশি শব্দের অনুকরণে ভাবানুবাদমূলক যেসব প্রতিশব্দ সৃষ্টি করা হয়েছে, সেগুলোকে নবসৃষ্ট বা পরিশব্দ বা পারিভাষিক শব্দ বলে। মূলত প্রচলিত বিদেশি শব্দেরই এরকম পারিভাষিক শব্দ তৈরি করা হয়েছে। যেমন- পারিভাষিক শব্দ মূল বিদেশি শব্দ পারিভাষিক শব্দ মূল বিদেশি শব্দ অম্লজান -Oxygen সচিব Secretary উদযান -Hudrogen স্নাতক -Graduate নথি -File স্নাতকোত্তর -Post Graduate প্রশিক্ষণ -Training সমাপ্তি -Final ব্যবস্থাপক -Manager সাময়িকী -Periodical বেতার -Radio সমীকরণ – Equation

– উইকি থেকে

১৯৫২ এর ভাষা আন্দোলনের শহীদেরা

ভাষা আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন। তাদের অনেকেরই লাশ গুম করে ফেলার কারনে খুঁজে পাওয়া যায় নি। যাদের পরিচয় পাওয়া গিয়েছিলো তাদের মধ্যে সালাম, রফিক, বরকত, জব্বার এর নামই বেশী শোনা বা পাঠ করা যায়। বাংলা একাডেমী ও ভাষা-আন্দোলন মিউজিয়াম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ছয় শহীদের তথ্য এখানে যুক্ত একত্রিত করলাম। এই ছয় জনকে নিয়ে ছয়টি পোস্ট দিয়েছিলাম সামুতে ২০১১ সালে। কিন্তু কোন নোটিশ ছাড়াই সামু আমার একাউন্ট বন্ধ করায় সেগুলো হারিয়ে গেছে।

শহীদ আব্দুস সালাম
শহীদ আব্দুস সালাম ১৯২৫ সালের ২৭ নভেম্বর জন্মগ্রহন করেন। গ্রাম- লক্ষনপুর, উপজেলা-দাগনভূঁইয়া, জেলা- ফেনী। পিতার নাম- মোঃ ফাজিল মিয়া, মাতার নাম- দৌলতুন্নেসা। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে আব্দুস সালাম ছিলেন সবার বড়। তিনি দাগন ভুঁইয়ার করিমউল্লাহপুর হাইস্কুলে ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। এরপর কামাল আতাতুর্ক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে ভর্তি হলেও পারিবারিক কারণে আর লেখাপড়া করতে পারেন নি। অতঃপর চাচাতো ভাই আবদুল হালিমের সহায়তায় ঢাকা চলে আসেন। ৮৫ দিলকুশাস্থ “ডাইরেক্টরেট অব ইন্ডাস্ট্রুজ” এ করনিক পদে চাকুরী নেন। শহীদ আব্দুস সালাম ২১শে ফেব্রুয়ারীর বিক্ষোভে অংশগ্রহন করে তিনি ঢাকা মেডিকেল কলেজের কাছে গুলীবিদ্ধ হন। তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় দেড়মাস পরে ৭ এপ্রিল সকাল ১১টায় তিনি মারা যান।

শহীদ রফিক উদ্দিন আহমদ
শহীদ রফিক উদ্দিন আহমদ এর জন্ম ১৯২৬ সালের ৩০ অক্টোবর। গ্রামের নাম-পারিল (বতর্মানে যার নামকরন করা হয়েছে রফিকনগর), থানা- সিংগাইর, জেলা- মানিকগঞ্জ। তার পিতার নাম- আব্দুল লতিফ, মাতার নাম- রাফিজা খাতুন। ৫ ভাই ও ২ বোনের মধ্যে রফিক উদ্দিন আহমদ ছিলেন ভাইদের মধ্যে সবার বড়। তিনি মানিকগঞ্জ বায়রা কলেজ থেকে ১৯৪৯ সালে ম্যাট্রিক পাশ করেন। মানিকগঞ্জ দেবেন্দ্রনাথ কলেজে আই কম পর্যন্ত লেখাপড়া করেন। কলেজের পাঠ ত্যাগ করে ঢাকায় এসে পিতার সঙ্গে প্রেস পরিচালনায় যোগ দেন। ২১শে ফেব্রুয়ারীতে শাসকগোষ্ঠীর জারীকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে যে বিক্ষোভ মিছিল হয় সেখানে তিনি অংশগ্রহন করেন।পুলিশের বেদম লাঠিচার্জ ও কাদানে গ্যাসের কারনে অন্যান্যদের সাথে তিনিও বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে আশ্রয়গ্রহন করতে যান। এ সময়ে পুলিশের একটু গুলী সরাসরি তার মাথায় আঘাত হানে ও তিনি সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সম্ভবত ২১শে ফেব্রুয়ারীর প্রথম শহীদ হওয়ার মর্যাদা রফিক উদ্দিন আহমদই লাভ করেন। তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। তবে দুঃখজনকভাবে পরবর্তীতে তার কবর চিহ্নিত করা সম্ভব হয় নি।

শহীদ আবুল বরকত
শহীদ আবুল বরকত ১৯২৭ সালের ১৬ জুন ভারতীয় উপমহাদেশের (অবিভক্ত) মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ছিলেন মৌলবী শামসুদ্দীন সাহেবের জ্যেষ্ঠপুত্র। ১৯৪৫ সালে তালেবপুর হাইস্কুল থেকে মেট্রিক পাশের পর তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ভর্তি হন। ১৯৪৭ সালে ইন্টারমিডিয়েট পাশের পর ১৯৪৮ সালে তিনি ঢাকায় চলে আসেন। ১৯৪৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সে ভর্তি হয়ে ১৯৫১ সালে অনার্স পরীক্ষায় দ্বিতীয় বিভাগে চতুর্থ স্থান লাভ করেন। এরপরে তিনি একই বিভাগে মাস্টার্সে ভর্তি হন। ভালো ছাত্রের পাশাপাশি তিনি স্বভাব-চরিত্র ও ব্যবহারে ছিলেন অমায়িক। ২১শে ফেব্রুয়ারীর দিন আবুল বরকত মেডিকেল কলেজের ১২ নম্বর শেডের বারান্দায় দাড়িয়ে বিক্ষুদ্ধ ছাত্র-জনতাকে উৎসাহ দিচ্ছিলেন।এ সময় মিছিলে ছোড়া পুলিশের একটি গুলি তার গায়ে এসে লাগে ও তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কয়েকজন ছাত্র গুরুতর আহত আবুল বরকতকে হাসপাতালে নিয়ে যায়। সকল চেষ্টা ব্যর্থ করে রাত ৮টা ১৫ মিনিটে তিনি মারা যান। সেদিনই গভীর রাতে পুলিশের কড়া প্রহরায় শহীদ বরকতের লাশ আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। পরে বরকতের পারিবারিক খরচে তার কবর পাকা করা হয়।

শহীদ আব্দুল জব্বার
শহীদ আব্দুল জব্বার ১৯১৯ সালে জন্মগ্রহন করেন। গ্রাম- পাঁচুয়া, থানা- গফরগাঁও, জেলা- ময়মনসিংহ। তার পিতার নাম- মোঃ হাসেম আলী শেখ, মাতার নাম- সাফিয়া খাতুন। প্রাথমিক শিক্ষা গ্রহন করার পরে পারিবারিক কারনে লেখাপড়া ত্যাগ করে পিতার কৃষিকাজে সাহায্য করা শুরু করেন। ১৫/১৬ বছর বয়সে তিনি খেয়ালের বশবর্তী হয়ে সকলের অজান্তে একদিন গৃহত্যাগ করে ট্রেনে চেড়পে নারায়নগঞ্জ আসেন। সেখানে জাহাজ ঘাটে এক ইংরেজ সাহেবের সান্নিধ্য লাভ করেন। সাহেবের অনুগ্রহে একটি চাকরি লাভ করে বার্মায় গমন করেন। ১০/১২ বছর বার্মায় থাকার পরে তিনি দেশে চলে আসেন। দেশে এসে নিজ গ্রামে তিনি দৈনন্দিন জিনিসপত্রের ছোটখাট একটি দোকান দেন। এরপর তিনি আমেনা খাতুন নামে এক মেয়েকে বিবাহ করেন ও এক পুত্র সন্তানের পিতা হন। সন্তানের নাম রাখেন নুরুল ইসলাম বাদল। ২১শে ফেব্রুয়ারীর একদিন আগে ক্যান্সারে আক্রান্ত শাশুড়ীকে চিকিৎসার জন্যে ঢাকা নিয়ে আসেন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ২১শে ফেব্রুয়ারীর দিন তিনি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে ছাত্র-জনতার মিছিলে সক্রিয় অংশগ্রহন করেন ও স্লোগান দেন। মিছিলে পুলিশের অতর্কিত গুলীবর্ষনে তিনিও আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সারাদিন মৃত্যুর সাথে যুদ্ধ করে রাতে তিনি মারা যান। তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়।

শহীদ শফিউর রহমান
শহীদ শফিউর রহমান অবিভক্ত ভারত উপমহাদেশের হুগলী জেলার কোন্নগর গ্রামে ১৯১৮ সালের ২৪ জানুয়ারী জন্মগ্রহন করেন। তার পিতার নাম মৌলবী মাহবুবুর রহমান। তিনি কলকাতা গভর্ণমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে আই কম পাশ করেন। পারিবারিক কারণে আর লেখাপড়া করতে পারেন নি। পরে ঢাকায় তিনি হাইকোর্টে করনিক পদে চাকুরী নেন। ১৯৫২ সালের ২২শে ফেব্রুয়ারী শফিউর রহমান সকাল ১০টায় বাইসাইকেলে চড়ে ঢাকার ৬ নং রঘুনাথ দাস লেনের বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হন। ঐ দিন সকাল ১০টার কিছু পরে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবীতে আন্দোলনের অংশ হিসেবে নওয়াবপুর রোডে ছাত্র-জনতার বিক্ষোভ প্রদর্শন চলছিল। পুলিশ ঐ বিক্ষোভে গুলী চালালে একটি গুলী শফিউর রহমানের পৃষ্ঠদেশ ভেদ করে বের হয়ে যায় ও তিনি তাৎক্ষনিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় এবং সন্ধ্যা ৭টার দিকে তিনি হাসপাতালেই মারা যান। মরহুম শফিউর রহমানের লাশ আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর না করে তার ৩টায় পুলিশের তত্বাবধানে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। শফিউর রহমানের মৃত্যুর ৩ মাস পরে তিনি একটি পুত্র সন্তানের বাবা হন।

শহীদ অহিউল্লাহ
ঐতিহাসিক ভাষা আন্দোলনের অমর শহীদদের তালিকায় একজন নয় বছরের নাবালক ছেলে রয়েছে, যার নাম হলো অহিউল্লাহ। তিনি ছিলেন জনাব হাবিবুর রহমানের ছেলে। হাবিবুর রহমান পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। ২২শে ফেব্রুয়ারী নবাবপুর রোডে ছাত্র-জনতা বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ গুলীবর্ষন করে। নবাবপুর রোডের খোশমহল রেস্টুরেন্টের সামনে দাড়ানো অহিউল্লাহর মাথায় সরাসরি গুলী আঘাত হানে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ২৩শে ফেব্রুয়ারীর ১৯৫২ তারিখের দৈনিক আজাদে অহিউল্লাহর শহীদ হওয়ার খবর ছাপানো হয়। পুলিশ তার লাশ গুম করে ফেলায় তার কবরের কোন খোঁজ পাওয়া যায় নি।

November 2016 – 85th Draw Result for Bangladesh Bank 100 Taka Prize Bond

The 85th Draw for Bangladesh Bank 100 Taka Prize Bond was held and published on 31 October 2016.

Prize Bond (PB) is a form of savings of Bangladesh Bank (BB) and it is interest-less bond. A total of 2046 prizes announced for 44 series of the prize bonds. In each series there 46 prizes. The lottery is commenced on every three months by Bangladesh Bank.

85th prizebond draw bangladesh

Search prizebond result online

Prize Bond is a form of savings scheme offered by Bangladesh Bank, Central banl of Bangladesh, without any interest. As pre predefined rule Prize Bond Draw (Lottery ) held on every three months interval (January 31, April 30, July 30, October 31 of every year). Up to April 30, 2017 a total 87 prize bond lottery was held so far. You can download Result from the Bangladesh Bangladesh Bank website. The result link is also available at the bottom</> of this post.



Tk100 prize bond are divided in different series. There are a total 45 series so far and each series has 46 prizes i.e. each series has 1st, 2nd, 3rd, 4th and 5th prizes. In order that a bond is to be included in the draw, it must be purchased before at least two months of the draw date. Number of Prize Bond is every series 10 lacs. The claims for prizes can be lodged within two years after draw. As per rule 20% tax will be deducted from prize bond prize money.

Details Prize money in every series and every draw:

  1. 1st Prize – Tk. 6,00,000/- 1 for each series
  2. 2nd Prize – Tk. 3,25,000/- 1 for each series
  3. 3rd Prize – Tk. 1,00,000/- 2 for each series
  4. 4th Prize – Tk. 50,000/- 2 for each series
  5. 5th Prize – Tk. 10,000/- 40 for each series

Total 46 prizes for each series.

Previous Prize Bond Results:

Timeline of Bangladesh Liberation War

The Liberation War of Bangladesh had been started on March 26, 1971 and has ended on December 16, 1971. Some of the major events of the war are listed in the timeline below.

Events before the war

  • March 1: General Yahya Khan calls off the session of National Council to be held on March 3 in a radio address.
  • March 7: Sheikh Mujibur Rahman – leader of Awami League party that had won a landslide victory in East Pakistan in the Federal Elections in 1970, but never been granted authority – announces to a jubilant crowd at the Dhaka Race Course ground, “The struggle this time is the struggle for our emancipation! The struggle this time is the struggle for independence!”.
  • March 9: Workers of Chittagong port refuse to unload weapons from the ship ‘Swat’.
  • March 10: Expatriate Bengali students demonstrate in front of the United Nations Headquarters and calls for UN intervention to put an end to violence on Bengali people.
  • March 16: Yahya Khan starts negotiation with Sheikh Mujibur Rahman.
  • March 19: Nearly 50 people die as Pakistan Army opens fire on demonstrators at Jaydevpur.
  • March 24: Pakistan Army opens fire on Bengali demonstrators in Syedpur, Rangpur and Chittagong. More than a thousand people are killed.

Events during the war
March 1971

  • March 31: Kushtia resistance begins.
  • March 27: Independence of Bangladesh is again declared by Maj. Ziaur Rahman on behalf of Father of the Nation Bongobondhu Sheikh Mujibur Rahman.
  • March 26: At 1.15 AM, Sheikh Mujibur Rahman is arrested by the Pakistani 3 commando unit. Independence of Bangladesh is declared by Father of the nation BongoBondhu Sheikh Mujibiur Rahman few minutes before he was arrested by Pakistani occupation army. At 2.30 pm Independence of Bangladesh was declared by Awami league leader of Chittagong M. A. Hannan on behalf of Bongobondhu Sheikh Mujibur Rahman from Kalurghat. This is Bangladesh’s official Independence Day.
  • March 25: Pakistan Army starts Operation Searchlight in Dhaka and rest of the country, attacking general civilians, political activists, students, and Bengali members of armed forces and police.




April 1971

  • April 2: Jinjira massacre.
  • April 6: The Blood Telegram
  • April 11: Radio address by Tajuddin Ahmad, the Prime Minister.
  • April 10: A provisional Bangladesh government-in-exile is formed.
  • April 12: M. A. G. Osmani takes up the command of Bangladesh Armed Forces.
  • April 17: A provisional government-in-exile took oath in Baidyanathtala (now called Mujibnagar) in Meherpur District.
  • April 18: Battle of Daruin, Comilla and Battle of Rangamati-Mahalchari waterway, Chittagong Hill Tracts.
  • April 24: Formation of Bangladesh Action Committee at Coventry, UK by non-resident Bangladeshis.
  • April 28: Tajuddin pleas for arms aid to neighbors.

May 1971

  • May 5: Gopalpur massacre.
  • May 15: Indian army starts aiding Mukti Bahini.
  • May 20:The Chuknagar massacre takes place at Khulna where the Pakistan army kills nearly 10 thousand people.
  • May 24: Swadhin Bangla Betar Kendra finds home in Kolkata.

July 1971

  • July 11–17: Sector Commanders Conference 1971.

August 1971

  • August 1: The Concert for Bangladesh in Madison Square Garden, New York by George Harrison and friends.
  • August 16: Operation Jackpot, Bangladesh naval commando operation.
  • August 20: Flight Lieutenant Matiur Rahman’s attempt to defect by hijacking a fighter.
  • August 30: Pakistan Army crackdown on Dhaka guerrillas.

September 1971

  • September 5: Battle of Goahati, Jessore.
  • September 28: Bangladesh Air Force starts functioning.

October 1971

  • October 13: Dhaka guerrillas kill Abdul Monem Khan, governor of East Pakistan.
  • October 28: Battle of Dhalai Outpost, Srimongol.
  • October 31 to November 3: Battle of Dhalai: Indian attack from Tripura into East Pakistan to stop Pakistani cross-border shelling.

November 1971

  • November 9: Six small ships constitute the first fleet of Bangladesh Navy.
  • November 16: Battle of Ajmiriganj, an 18-hour encounter between Mukti Bahini and Pakistan army. A famous freedom fighter, Jagatyoti Das, is martyred.
  • November 20 to November 21: Battle of Garibpur: Indian attack in Boyra salient in East Pakistan
  • November 21: Bangladesh Armed Forces is formed.
  • November 22 to December 13, and sporadic fighting to December 16: Battle of Hilli: Indian attack on Bogra in East Pakistan.

December 1971

  • December 3: Bangladesh Air Force destroys Pakistani oil depots. Pakistani air attacks on India result in India declaring war on Pakistan.
  • December 4 : Battle of Longewala; Indians stop a Pakistani invasion directed at Jaisalmer.
  • December 5 : Battle of Basantar; Indians attack and take over Pakistani territory opposite Jammu.
  • December 6: Bhutan becomes the first country to recognize Bangladesh after India. Swadhin Bangla Betar Kendra becomes Bangladesh Betar.
  • December 7: Liberation of Jessore, Sylhet and Moulovi Bazar.
  • December 8: Operation Python: Indian naval attack on Karachi, West Pakistan.
  • December 9: Battle of Kushtia: Indian attack from West Bengal into East Pakistan. Chandpur and Daudkandi liberated.
  • December 10: Liberation of Laksham. Two Bangladeshi ships sunk mistakenly by Indian air attack.
  • December 11: Liberation of Hilli, Mymenshingh, Kushtia and Noakhali. USS Enterprise is deployed by the USA in the Bay of Bengal to intimidate Indian Navy.
  • December 13: Soviet Navy deploys a group of warships to counter USS Enterprise.
  • December 14: Selective genocide of Bengali nationalist intellectuals. Liberation of Bogra.
  • December 16: End of the Bangladesh Liberation War. Mitro Bahini takes Dhaka. East Pakistan Army surrenders to Mitro Bahini represented by Jagjit Singh Aurora of the Indian Army faction of the military coalition.
  • December 22: The provisional government of Bangladesh arrives in Dhaka from exile.

reference: wikipedia

List of countries that have first recognized Bangladesh

List of countries that have first recognized Bangladesh (date-wise):

1  Bhutan 4 December 1971
2  India 6 December 1971
3  Poland 12 January 1972
4  Bulgaria 12 January 1972
5  Burma 13 January 1972
6  Nepal 16 January 1972
7  Barbados 20 January 1972
8  Yugoslavia 22 January 1972
9  Tonga 25 January 1972
10  Soviet Union 26 January 1972
11  Czechoslovakia 26 January 1972
12  Cyprus 26 January 1972
13  Australia 26 January 1972
14  Fiji 26 January 1972
15  New Zealand 26 January 1972
16  Senegal 1 February 1972
17  United Kingdom 4 February 1972
18  West Germany 4 February 1972
19  Finland 4 February 1972
20  Denmark 4 February 1972


21  Sweden 4 February 1972
22  Norway 4 February 1972
23  Iceland 4 February 1972
24  Israel 6 February 1972
25  Japan 8 February 1972
26  Luxembourg 11 February 1972
27  Netherlands 11 February 1972
28  Belgium 11 February 1972
29  Ireland 11 February 1972
30  Italy 12 February 1972
31  France 14 February 1972
32  Canada 14 February 1972
33  Singapore 16 February 1972
34  Mauritius 20 February 1972
35  Turkey 22 February 1974
36  Pakistan 22 February 1974
37  Iran 22 February 1974
39  China 31 August 1975

reference: wikipedia

Visa policy for Bangladeshi citizens

Visa requirements for Bangladeshi citizens are administrative entry restrictions imposed on citizens of Bangladesh by the authorities of other states. Bangladesh do not allow for his citizens to visit Israel.

Visa Free Access
Visa on Arrival and eVisa
Visa Required

According to the Visa Restrictions Index, holders of a Bangladeshi passport can visit 39 countries visa-free or with visa on arrival.

Visa Free Access

List of countries which do not require visa for Bangladeshi citizens.

 Country Remarks
 Bahamas 4 weeks
 Barbados 6 months
 Dominica 6 months
 Fiji 4 months
 Gambia 90 days
 Grenada 3 months
 Haiti 3 months
 Indonesia 30 days. No visa required for Diplomatic & Official Passport holders
 Jamaica
 Lesotho 90 days
 Micronesia 30 days
 Saint Kitts and Nevis
 Saint Vincent and the Grenadines 1 month
 Trinidad and Tobago
 Vanuatu 30 days

 

Visa on Arrival

List of countries provide on arrival visa for Bangladeshi citizens.

 Country Remarks
Bhutan
Bolivia 90 days
Cape Verde
Comoros
Djibouti
Guinea-Bissau 90 days
Madagascar 90 days
Maldives 30 days
Mauritania Available at Nouakchott–Oumtounsy International Airport.
Mozambique 30 days
Nepal 30 days
Nicaragua 90 days
Samoa 60 days
Seychelles 3 months
Timor-Leste 30 days
Togo 7 days
Tuvalu 1 month
Uganda May apply online.
eVisa Required – May apply online earlier to get eVisa
 Antigua and Barbuda
 Australia May apply online.
 Gabon Electronic visa holders must arrive via Libreville International Airport.
 Kenya 3 months
 Myanmar 28 days. eVisa holders must arrive via Yangon, Nay Pyi Taw or Mandalay airports.
 Zambia
 Zimbabwe

Visa Required

Visa required for Bangladeshi citizens to visit following list of countries. Special permissions are shown in remarks column.

 Country Remarks
 Afghanistan
 Albania
 Algeria
 Andorra
 Angola
 Argentina
 Armenia
 Austria Visa not required if holding Schengen Visa
 Azerbaijan
 Bahrain
 Belarus
 Belgium
 Belize
 Benin
 Bosnia and Herzegovina
 Botswana
 Brazil
 Brunei
 Bulgaria
 Burkina Faso
 Burundi
 Cambodia
 Cameroon
 Canada
 Central African Republic
 Chad
 Chile
 China
 Colombia
 Costa Rica
 Côte d’Ivoire
 Croatia
 Cuba Tourist Cards (Tarjeta de Turista) must be obtained prior to arrival in Cuba for a maximum stay of 30 days.
 Cyprus
 Czech Republic
 Democratic Republic of the Congo
 Denmark
 Dominican Republic
 Ecuador
 Egypt
 El Salvador
 Equatorial Guinea
 Eritrea
 Estonia
 Ethiopia
 Finland
 France
 Georgia eVisa available for holders of a valid Schengen visa or a valid visa from any of the OECD member countries; or a valid residence permit of a Schengen or OECD country.
 Germany
 Ghana
 Greece
 Guatemala
 Guinea
 Guyana
 Honduras
 Hungary
 Iceland
 India No visa required for Diplomatic & Official Passport holders
 Iran
 Iraq
 Ireland
 Italy
 Japan
 Jordan
 Kazakhstan
 Kiribati
 Kuwait Visa on arrival for Diplomatic & Official passport holders
 Kyrgyzstan
 Laos Unless travelling on an official visit and holding an official letter of guarantee issued by the Ministry of Foreign Affairs of Laos
 Latvia
 Lebanon In addition to a visa, an approval should be obtained from the Immigration department of the General Directorate for General Secutiy (La Surete Generale).
 Liberia
 Libya
 Liechtenstein
 Lithuania
 Luxembourg
 Macedonia Approval from the Ministry of Interior required
 Malawi From 1 October 2015 visitors should generally obtain a visa in advance.
 Malaysia
 Mali
 Malta
 Marshall Islands
 Mauritius
 Mexico
 Moldova
 Monaco
 Mongolia
 Montenegro
 Morocco
 Namibia
 Nauru
 Netherlands
 New Zealand
 Niger
 Nigeria
 North Korea
 Norway
 Oman Bangadeshi holding GCC Visa of certain categories (managers, sales executives etc.) are granted a visit Visa on Arrival if they are coming directly from a GCC Country Bangadeshi holding GCC Visa of certain categories (managers, sales executives etc.) are granted a visit Visa on Arrival if they are coming directly from a GCC Country
 Pakistan
 Palau
 Panama
 Papua New Guinea
 Paraguay
 Peru
 Philippines
 Poland
 Portugal
 Qatar
 Republic of the Congo
 Romania
 Russia
 Rwanda Visa can be obtained online.
 Saint Lucia
 San Marino
 São Tomé and Príncipe Visa can be obtained online.
 Saudi Arabia
 Senegal
 Serbia Visa free for a maximum stay of 90 days for valid visa holders or residents of the European Union member states and the United States.
 Sierra Leone
 Singapore May obtain online. No visa required for Diplomatic & Official passport holders
 Slovakia
 Slovenia
 Solomon Islands
 Somalia Visa on arrival for 30 days, provided an invitation letter issued by the sponsor has been submitted  to the Airport Immigration Department at least 2 days before arrival.
 South Africa
 South Korea
 South Sudan
 Spain
 Sri Lanka
 Suriname
 Swaziland
 Sweden
 Switzerland
 Syria
 Tajikistan
 Tanzania
 Thailand
 Tonga
 Tunisia
 Turkey No visa required for Diplomatic & Official passport holders
 Turkmenistan
 Ukraine
 United Arab Emirates
 United Kingdom
 United States
 Uruguay
 Uzbekistan
 Vatican City
 Venezuela
 Vietnam
 Yemen

reference: wikipedia