অধ্যক্ষ শইখ শরফুদ্দীন ও হালমি বেগমের স্মৃতি রক্ষার্থে বাংলা ভাষায় জনপ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গ্রন্থাকারদের বিশিষ্ট অবদান ও তাঁদের সৃষ্টিশীল প্রতিভার স্বীকৃতি প্রদানে ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীনের প্রদত্ত অর্থে বাংলা একাডেমি বাংলা একাডেমি দ্বি-বার্ষিক এ পুরস্কার প্রদান করে। পুরস্কারের অর্থমূল্য ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) টাকা। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুরস্কারপ্রাপ্ত লেখককে ত্রিশ হাজার টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান-লেখক পুরস্কারপ্রাপ্ত লেখকদের নামের তালিকা:
- ড. মোঃ লুৎফর রহমান ১৩৯৭-১৩৯৮ (প্রদান ১৩৯৯)
জনাব মোঃ আলমগীর হোসেন
গ্রন্থ : কম্পিউটার বিজ্ঞান (যুগ্ম লেখক) - ১৩৯৯-১৪০০ এই দ্বি-বর্ষে কোনো বই পুরস্কারের জন্য বিবেচিত হয় নি।
- জনাব অতুল কুমার পাল ১৪০১-১৪০২ (প্রদান ১৪০৩)
গ্রন্থ : বাংলাদেশের রপ্তানীযোগ্য মৎস সম্পদ
ড. শহীদুল্লাহ মৃধা
গ্রন্থ : বঙ্গোপসাগর : জীবসমুদ্র বিজ্ঞান ও সমুদ্র সম্পদ
(যুগ্ম লেখক) - ১৪০৩-১৪০৪ এই দ্বি-বর্ষে কোনো বই পুরস্কারের জন্য বিবেচিত হয় নি।
- জনাব ফারসীম মান্নান মোহাম্মদী ১৪০৫-১৪০৬ (প্রদান ১৪০৭)
গ্রন্থ : জ্যোতি : পদার্থবিজ্ঞান পরিচিতি -
ডা. হাফিজউদ্দীন আহমদ ১৪০৭-১৪০৮ (প্রদান ১৪১১)
গ্রন্থ : মরণব্যাধি সার্স -
অধ্যাপক বাসুদেব কুমার দাস ১৪০৯-১৪১০ (প্রদান ১৪১২)
গ্রন্থ : পরিবেশ : রাসায়নিক গঠন ও দূষণ -
ড. ফেরদৌসী বেগম ১৪১১-১৪১২ (প্রদান ১৪১৩)
গ্রন্থ : আমি কেন বাবা মায়ের মতো -
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জে. বি. এম. জাফর সাদেক ১৪১৫-১৪১৬ (প্রদান ১৪১৭)
গ্রন্থ : ক্লিনিক্যাল চর্ম, কুষ্ঠ, যৌন রোগ ও তার চিকিৎসা -
অধ্যাপক দ্বিজেন শর্মা ১৪১৮-১৪১৯ (প্রদান ১৪২০)
গ্রন্থ : গাছের কথা ফুলের কথা -
জনাব আসিফ ১৪২০-১৪২১ (প্রদান ১৪২২)
গ্রন্থ : বিবর্তনের পথে ইতিহাসের বাঁকে