সমকালীন বাংলা সাহিত্যের সাহিত্যসেবীদের বিশিষ্ট অবদান ও তাঁদের সৃষ্টিশীল প্রতিভার স্বীকৃতিস্বরূপ ১৯৯০ সাল থেকে বাংলা একডেমি এ পুরস্কারটি প্রদান করছে। মৌলবী সা’দত আলী আখন্দ-এর পরিজন প্রদত্ত অর্থ দিয়ে বাংলা একাডেমি প্রতিবছর এ পুরস্কারের কার্যক্রম পরিচালনা করে। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুস্কারপ্রাপ্ত লেখককে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকার চেক, সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকদের নামের তালিকা (১৯৯০-২০১৫):
- জনাব কায়সুল হক ২০১৫
- ড. ফজলুল আলম ২০১৪
- কবি কাজী রোজী ২০১৩
- অধ্যাপক জাহানারা নওশিন ২০১২
- অধ্যাপক খোন্দকার সিরাজুল হক ২০১১
- কবি মহাদেব সাহা ২০১০
- কবি সানাউল হক খান ২০০৯
- প্রফেসর সরদার ফজলুল করিম ২০০৮
- প্রফেসর আবদুল করিম ২০০৭
- জনাব নয়ন রহমান ২০০৬
- জনাব শামসুল ইসলাম ২০০৫
- অধ্যাপক আবদুল হাফিজ ২০০৪
- জনাব রিজিয়া রহমান ২০০৩
- জনাব মান্নান হীরা ২০০২
- জনাব হরিপদ দত্ত ২০০১
- প্রফেসর মোতাহার হোসেন সূফী ২০০০
- প্রফেসর সনৎকুমার সাহা ১৯৯৯
- প্রফেসর সনজীদা খাতুন ১৯৯৮
- জনাব কায়েস আহমেদ ১৯৯৭ (মরণোত্তর)
- প্রফেসর আখতারুজ্জামান ইলিয়াস ১৯৯৬
- জনাব আরজ আলী মাতুব্বর ১৯৯৫ (মরণোত্তর)
- জনাব হাসান হাফিজুর রহমান ১৯৯৪ (মরণোত্তর)
- প্রফেসর কাজী আবদুল মান্নান ১৯৯৩
- জনাব আহমদ ছফা ১৯৯২ (পুরস্কার প্রত্যাখান করেন)
- প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল ১৯৯১ (মরণোত্তর)
- জনাব আবদুল হক ১৯৯০ (পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান)