দেশে দেশে করোনা ভাইরাসের (COVID-19) আক্রমন

আপডেটঃ ২৫ এপ্রিল ২০২০

এ পর্যন্ত পাওয়া তথ্যমতে বিশ্বের ২০৯টি দেশ/অঞ্চলে করোনা ভাইরাসের আক্রান্ত প্রায় ২৮ লক্ষ ১৫ হাজার জন রোগী পাওয়া গিয়েছে। রোগীদের মধ্যে মৃত্যু ঘটেছে প্রায় ১ লক্ষ ৯৭ হাজার জনের। তবে প্রকৃত সংখ্যা আরও বেশী হতে পারে। কারন এখানে শুধু মেডিকেল পরীক্ষায় ধরা পড়া রোগীদের সংখ্যাই হিসেব করা হয়।

নীচে শীর্ষ কয়েকটি করোনা ভাইরাস আক্রান্ত দেশের পরিসংখ্যান পরিসংখ্যান দেওয়া হলো।

নং দেশ আক্রান্ত মৃত্যু
ইউ.এস.এ ৮৪৯,০৯২৭৫ ৫১,৬০৭
ইটালী ১৯২,৯৯৪ ২৫,৯৬৯
স্পেন ২১৯,৭৬৪ ২২,৫২৪
ফ্রান্স ১৫৯,৮২৮ ২২,২৪৫
যুক্তরাজ্য ১৪৩,৪৬৪ ১৯,৫০৬
বেলজিয়াম ৪৪,২৯৩ ৬,৬৭৯
জার্মানী ১৫৪,৫৪৫ ৫,৭২৩
ইরান ৮৮,১৯৪ ৫,৫৭৪
চীন ৮২,৮০৪ ৪,৬৩২
১০ নেদারল্যান্ড ৩৬,৫৩৫ ৪,২৮৯
১১ ব্রাজিল ৫২,৯৯৫ ৩,৬৭০
১২ তুরষ্ক ১০৪,৯১২ ২,৬০০
১৩ সূইডেন ১৭,৫৬৭ ২,১৫২
১৪ কানাডা ৪৩,৫৫২ ২,২৯৪
১৫ স্যুইজারল্যান্ড ২৮,৬৭৭ ১,৫৮৯
১৬ মেক্সিকো ১১,৬৩৩ ১,০৬৯

তথ্যসূত্র